Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বাণী

        ঝিনাইদহ জেলাধীন মহেশপুর উপজেলা  বাংলাদেশের  একটি  বৃহত্তম উপজেলা। মহেশপুর উপজেলা  ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত। মহেশপুর পৌরসভা অনেক পুরাতন পৌরসভা। এটি ১৮৬৯ সালে স্থাপিতা। যার প্রথম মেয়র ছিলেন পি বি মার্টিন । এ উপজেলায় জন্মগ্রহণ করেছেন বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান। তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান যাদুঘর ও সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ। এছাড়া উপজেলাধীন খালিশপুর একটি নীলকুঠি কাচারী বাগান আছে। এশিয়া মহাদেশের বৃহত্তম ‌‌'দত্তনগর কৃষি বীজ উৎপাদন খামার' এই উপজেলায়  অবস্থিত। এখানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মহেশপুর উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে।

      সমন্বিত উদ্যোগের  মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত মহেশপুর গড়াই আমাদের সকলের লক্ষ্য।

                                                                                                                             

   অনুপ দাশ 

উপজেলা নির্বাহী অফিসার

মহেশপুর, ঝিনাইদহ