ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি গ্রাম খর্দ্দখালিশপুর। এখানে জন্মেছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এখানেই কপোতাক্ষ নদের ধারে এখনো দাঁড়িয়ে আছে নীলকরদের স্মৃতি বিজড়িত নীলকুঠি। এলাকার লোকজনের কাছে কুঠিবাড়ী হিসেবে পরিচিত এ দালানটি আঠারো শতকের শেষভাগে নির্মিত বলে শোনা যায়। ইংরেজ মি. ডেভরেল এ কুঠিবাড়ী থেকে এলাকার নীল চাষ পরিচালনা করতেন।
কুঠিবাড়ীর ১০ একর জায়গা এখন খাসজমির তালিকাভুক্ত। এক পাশে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মহাবিদ্যালয় ও স্মৃতি জাদুঘর। কুঠিবাড়ীর চারপাশ ঘিরে আছে বড় আম বাগান।
যোগাযোগঃ
ঝিনাইদহ জেলা সদর খেবে বাসযোগে কালীগঞ্জ আসতে হবে তারপর পুনঃরায় বাসযোগে খালিশপুর বাসস্ট্র্যান্ডে নেমে পায়ে হেটে অথবা ভ্যান/রিক্সার মাধ্যমে নীলকুটি তে আসা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস